বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের পক্ষ থেকে আজ মঙ্গলবার থেকেই সাত দিনব্যাপী দেশব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
নয়াপল্টনে শোকের আবহ:সকালে এভারকেয়ার হাসপাতালে এক জরুরি ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে শোক কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। এ সময় সারাদেশে দলের সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।”
ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে: শোকবই- নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শোকবই খোলা হবে।
প্রতিটি জেলা ও উপজেলায় রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জানাজা ও দাফন: জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। রুহুল কবির রিজভী বলেন, “প্রাথমিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাফন ও জানাজার সময়সূচী পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।”
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর মৃত্যুতে নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে শোক প্রকাশ করছেন।










