Home চট্টগ্রাম বিএসএএ ভোটের প্রক্রিয়া শুরু, নির্বাচন ও আপিল বোর্ড গঠিত

বিএসএএ ভোটের প্রক্রিয়া শুরু, নির্বাচন ও আপিল বোর্ড গঠিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নানা জল্পনা-কল্পনার মধ্যে শুরু হলো বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ) পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রক্রিয়া। ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড গঠন করা হয়েছে।

বুধবার পরিচালনা পর্ষদের সভায় নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড গঠন করা হয়। বিএসএএ সচিবালয় থেকে আজ বৃহস্পতিবার এ ব্যাপারে সার্কুলার ইস্যু হয়েছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কমোডর (অব.) এজেডএম জালাল উদ্দিন। অপর দুই সদস্য হলেন ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এবং মো. জাহিদুল হাসান। এ বোর্ড ২৮ অক্টোবর ২০২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৭ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবে।

অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সার্কেল মেরিন লিমিটেডের পরিচালক অমিয় শংকর বর্মণকে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী এবং জেএস শিপিং লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এস এম নাসির উদ্দিন।

বিএসএএ-এর গঠনতন্ত্র এবং বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী, নির্বাচন বা আপিল বোর্ডের কোনো সদস্য নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকালীন সময়ে পরিচালক পদে প্রার্থী হতে পারবেন না। তাছাড়া তারা কোনো প্রার্থীর প্রস্তাবক বা সমর্থক হিসেবেও যুক্ত হতে পারবেন না।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিএসএএ-এর সেক্রেটারি জেনারেল মো. হারুন মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই দুটি বোর্ড গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চিঠিতে দায়িত্বপ্রাপ্তদের দ্রুত দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিএসএএ নির্বাচন হওয়ার কথা  ছিল গত ১৩ এপ্রিল। ভোটের যাবতীয় আয়োজনের শেষ পর্যায়ে এসে একটি গোষ্ঠি অবস্থান নেয় ক্ষমতাসীনদের বিপক্ষে। প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা ভোট বন্ধের দাবি জানান। দাবি করেন যে ভোটের যাবতীয় কার্যক্রম গোপনে করা হযেছে। ফলে তারা ভোটার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ইলেকশন বোর্ডকে তারা এটা জানান এবং নির্বাচন পিছিয়ে দিয়ে তাদেরকে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। পরিস্থিতি নির্বাচনকে অনিশ্চিত করে তোলে। যথাসময়ে নির্বাচনের পক্ষে এবং বিপক্ষের অনড় অবস্থানে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা তৈরি হয়। এই প্রেক্ষাপটে স্থগিত ঘোষণা করা হয় নির্বাচন।