বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন (বিএসএএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনিয়ম, ভয়ভীতি এবং নির্বাচনী ব্যবস্থাপনায় অস্বচ্ছতা সংক্রান্ত একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৭ অনুযায়ী সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের যুগ্মসচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ্ শারমিন জাহান।
অভিযোগ, ভয়ভীতি ও নির্বাচনী অনিয়মের অভিযোগ
আগামী ০৯ অক্টোবর বিএসএএ নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু নির্বাচনের আগেই কয়েকজন সদস্য নির্বাচন কমিশন ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। অভিযোগকারীদের মধ্যে ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ইকবাল চৌধুরী, এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইকবাল আলী শিমুল এবং সাকিবুল ইসলাম।
তাদের অভিযোগ: নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও কিছু সদস্যকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়, ভয়ভীতি দেখানো হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, “মনোনয়নপত্র সংগ্রহকারী এক প্রার্থীকে চট্টগ্রাম চেম্বার নির্বাচনের প্রার্থী তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছিল, যা নির্বাচন কমিশনারের অদক্ষতার প্রতিফলন।”
সভাপতির ব্যর্থতা ও নির্বাচন কমিশনের দুর্বলতা
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বিএসএএ সভাপতি মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশের যথাযথ জবাব দিতে ব্যর্থ হয়েছেন। এতে বোঝা যায়, চলমান অস্থিরতা ও অসন্তোষের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্বে ঘাটতি রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, এই প্রশাসনিক বিশৃঙ্খলা কেবল সংগঠনের অভ্যন্তরীণ নয়, দেশের সমুদ্রবাণিজ্য খাতের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
এফবিসিসিআই-এর প্রতিনিধি কর্তৃক প্রেরিত মতামতেও বলা হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে “নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই” এবং সংগঠনটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।
আইনের ধারা ১৭ অনুযায়ী পদক্ষেপ
এই সকল প্রেক্ষাপটে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৭ (১) অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।
প্রশাসক মিজ্ শারমিন জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার।
বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব (অঃদাঃ) চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অঃদাঃ) মুহাম্মদ রেহান উদ্দিন যৌথভাবে এ আদেশ জারি করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপ ব্যবসায়িক সংগঠনগুলোর অভ্যন্তরীণ জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। বিএসএএ দেশের আমদানি-রপ্তানি ও শিপিং খাতের অন্যতম প্রভাবশালী সংগঠন। এর নির্বাচনী অস্থিরতা শুধুমাত্র সংগঠন নয়, বরং বন্দর কার্যক্রম ও বৈদেশিক বাণিজ্যের গতিশীলতায় প্রভাব ফেলতে পারে।
তাই প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্তকে অনেকেই “সংগঠন পুনর্গঠনের সুযোগ” হিসেবে দেখছেন, যদিও এটি সদস্যদের মধ্যে বিভাজন আরও গভীর করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।