Home আন্তর্জাতিক পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ে মুক্তির চেষ্টা

পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ে মুক্তির চেষ্টা

পাকিস্তানে আটক বিএসএপ জওয়ান। সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ ডেস্ক:পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত। কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই পাকিস্তান রেঞ্জার্সের হাতে ধরা পড়েছেন এক বিএসএফ জওয়ান।

সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর ভারতের কড়া প্রতিক্রিয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়েছে। নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু চুক্তি পুনর্বিবেচনার মতো কড়া পদক্ষেপও। ইসলামাবাদ এই পদক্ষেপকে ‘অ্যাক্ট অব ওয়ার’ বলে বর্ণনা করেছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন বিএসএফ-এর ১৮২তম ব্যাটেলিয়নের কনস্টেবল পিকে সিং ‘ভুলবশত’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান। ভারতীয় সেনার এক সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, বুধবার বিকেলে নিয়মিত টহলের সময় এক কৃষকের অনুরোধে বিশ্রামের জন্য একটি গাছের ছায়ায় যাচ্ছিলেন পিকে সিং। সেই সময় অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের বেড়া অতিক্রম করে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়েন তিনি।

সামরিক পোশাকে এবং অস্ত্রসহ সীমান্ত অতিক্রম করার পরই তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। বর্তমানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে তাঁর মুক্তির বিষয়ে। সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত পিকে সিংকে ভারতে ফেরত পাঠানো হয়নি।

সেনা সদস্য বা সাধারণ নাগরিকদের অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম নতুন কিছু নয়। সামরিক প্রোটোকল অনুযায়ী সাধারণত ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। কিন্তু বর্তমান কূটনৈতিক পরিস্থিতির জেরে, এই রুটিন ঘটনার জটিলতা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।