বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: অতীতের সব রেকর্ড পেছনে ফেলে এক অর্থবছরে সর্বোচ্চ মুনাফার নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির নিট মুনাফা হয়েছে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা, যা প্রতিষ্ঠানটির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ। লাভের এই অভাবনীয় খবরে দেশের শেয়ারবাজারেও সোমবার সবচেয়ে আকর্ষণীয় ছিল বিএসসির শেয়ার।
আয়ের পরিসংখ্যানে বিশাল লাফ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির মোট আয় দাঁড়িয়েছে ৭৯৮ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে জাহাজ পরিচালনা থেকে আয় হয়েছে ৫৯০ কোটি ৯৮ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে এসেছে ২০৭ কোটি ৩০ লাখ টাকা। বিপরীতে মোট ব্যয় হয়েছে ৪১৬ কোটি ২৭ লাখ টাকা। সব খরচ ও কর সমন্বয়ের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা।
গত ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির নিট মুনাফা ছিল ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে সংস্থাটির নিট আয় বেড়েছে প্রায় ৫৬ কোটি ৮৭ লাখ টাকা।
মাফিয়াচক্র ও সাফল্যের নেপথ্য
বিএসসির এই সাফল্যের বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টা মন্তব্য করেছেন যে, অতীতে একটি বিশেষ ‘মাফিয়াচক্রের’ কারণে সংস্থাটি আশানুরূপ লাভ করতে পারেনি। সেই বাধা দূর হওয়ায় এখন বিএসসি তার প্রকৃত সক্ষমতা দেখাতে পারছে। এই অভাবনীয় সাফল্যের পর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) প্রদানের সুপারিশ করেছে। নিজস্ব অর্থায়নে নতুন জাহাজ ক্রয়ের বড় পরিকল্পনা থাকায় গত বছরের সমপরিমাণ লভ্যাংশ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে বিএসসি
বিএসসির রেকর্ড মুনাফার খবর ছড়িয়ে পড়লে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের প্রধান আকর্ষণে পরিণত হয় এই কোম্পানির শেয়ার। এদিন লেনদেনের ‘টপ টুয়েন্টি’র তালিকায় শীর্ষস্থানে উঠে আসে বিএসসি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার বিএসসির শেয়ার দর ছিল ১০৪.৭০ টাকা। সোমবার তা একলাফে ১০৮.৪০ টাকা পর্যন্ত উঠে যায়। দিনভর মোট ১৬ লাখ ৬১ হাজার শেয়ার হাতবদল হয়েছে এই প্রতিষ্ঠানের, যা বাজারের সামগ্রিক লেনদেনে বড় প্রভাব ফেলেছে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন জাহাজ কেনা এবং দক্ষ ব্যবস্থাপনার ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে বিএসসি জাতীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।
#BSC #BangladeshShippingCorporation #ShippingNews #ProfitRecord #SuccessStory #BangladeshEconomy #MaritimeIndustry #BlueEconomy #BusinessNewsBD #ShareMarketBD #StockMarketBangladesh #InvestmentBD #DSE #FinancialSuccess #StateOwnedEnterprise










