Home সারাদেশ শান্তি ও সম্প্রীতির পথে রামগড়ে বিজিবির মানবিক কার্যক্রম

শান্তি ও সম্প্রীতির পথে রামগড়ে বিজিবির মানবিক কার্যক্রম

মো. মাসুদ রানা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় ৪৩ বিজিবি জোন এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

বৃহস্পতিবার সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়া এলাকায় অবস্থিত জোন সদর দপ্তরের বাস্কেটবল মাঠে সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আহসান উল ইসলাম। তিনি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে সহায়তা সামগ্রী তুলে দেন।

বিজিবি সূত্র জানায়, রামগড় জোনের পরিচালিত এইচডিপি কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে একজন অসহায় নারীকে একটি সেলাই মেশিন প্রদান, একটি গরীব পরিবারের বসতঘর নির্মাণের জন্য ছয় বান্ডিল ঢেউটিন বিতরণ, একাদশ শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে গাইড বই উপহার এবং এক মাদ্রাসা শিক্ষার্থীর বকেয়া বেতন পরিশোধের জন্য অর্থ সহায়তা প্রদান।

এ ছাড়া সোনারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী যেমন ক্রিকেট ব্যাট, টেনিস বল, ফুটবল ও দড়ি বিতরণ করা হয়। নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে অর্থ অনুদান দেওয়া হয়। পাশাপাশি রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত হতদরিদ্র মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মোঃ শামসুল হকসহ অন্যান্য বিজিবি কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আহসান উল ইসলাম বলেন, “শুধু সীমান্ত সুরক্ষা কিংবা চোরাচালান প্রতিরোধ নয়, পাহাড়ী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন বজায় রাখাসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করছে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়ভাবে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, সীমান্তরক্ষী বাহিনীর এমন উদ্যোগ শুধু উপকারভোগী পরিবারগুলোকেই নয়, পুরো সমাজকেই অনুপ্রাণিত করে।