Home সারাদেশ কুষ্টিয়ায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া: কুমারখালী উপজেলায় ঘাস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে অনিতা মন্ডল (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অনিতা মন্ডল একই এলাকার সাধু চরণের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গরুর খাবার তৈরির জন্য অনিতা মন্ডল ঘাস কাটা মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ সারাবাংলাকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গ্রামে এখনো অনেক বাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ ও মেশিন ব্যবহারে সচেতনতা নেই। এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাঁরা অনুরোধ জানিয়েছেন, যন্ত্রপাতি ব্যবহারের সময় যেন সব ধরনের সতর্কতা মেনে চলেন গ্রামবাসী।