বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, শিল্প, কলকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে বলে এতে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন (১০ আগস্ট পর্যন্ত) বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে খুলবে সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল। চলবে গণপরিবহন।
গত ২৩ জুলাই থেকে চলমান কঠোর বিধিনিষেধ ৫ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। এ বিধিনিষেধে অফিস-আদালত, কারখানা, পরিবহন ও জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের চলাচল বন্ধ রয়েছে।
তবে ব্যবসায়ীদের চাপের মুখে গত ১ আগস্ট খুলে দেওয়া হয়েছে রপ্তানিমুখী শিল্প-কারখানা। এ কারণে কিছু সময় গণপরিবহনও চালু ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা ও অভ্যন্তরীণ বিমান চলাচল চালু থাকবে।
সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গত মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে তিনি জানান, আগামী ১১ আগস্ট সীমিত আকারে গণপরিবহন চলবে। বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।










