চিকিৎসকের ভুলে নবজাতকের মৃত্যুর অভিযোগ
পা’সহ বিভিন্ন স্থানে চামড়ায় ক্ষত চিহ্ন
আজহার মুনিম শাফিন, কুলাউড়া (মৌলভীবাজার): এখানকার সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে সার্জারি ও গাইনী বিশেষজ্ঞ ছাড়া কেবল এমবিবিএস চিকিৎসক দিয়ে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন অস্ত্রপাচার করা হয়। দীর্ঘদিন ধরে তা চলে আসছে। এ অবস্থার মধ্যে চিকিৎসকের ভুলে জন্মের সময় এক নবজাকতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পৌর শহরের সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে এ ঘটনাটি ঘটে। নবজাতকটি উপজেলার বরমচালের আকিলপুর গ্রামের ছালেক মিয়া (২৭) ও নাজমা বেগম (২২) দম্পতির সন্তান।
ছালেক মিয়া জানান, সোমবার দুপুর ১ টার দিকে অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমাকে সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে নিয়ে আসি। বিকেলে আল্ট্রাসনোগ্রাফি করে চিকিৎসক জানান বাচ্চা সুস্থ আছে।
তিনি বলেন, সন্ধ্যায় আমার স্ত্রীকে ওই ক্লিনিকের চিকিৎসক ডা. সারোওয়ার হোসাইন সিজার অস্ত্রপাচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। ঘণ্টা খানেক পর অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক বের হয়ে চিকিৎসক জানান মৃত বাচ্চা জন্ম গ্রহণ করেছে।
ছালেক মিয়া বলেন, নবজাতক সন্তানটির শরীরের পাসহ বিভিন্ন স্থানে চামড়ায় ক্ষত চিহ্ন দেখতে পাই। দিনে আল্ট্রাসনোগ্রাফি করে বলা হলো বাচ্চা সুস্থ আর এখন কিভাবে বাচ্চা মারা গেলো , বিষয়টি চিকিৎসকের কাছে জানতে চাই । কিন্তু এ ব্যাপারে চিকিৎসক কোন সঠিক উত্তর দেন নি। আমার সুস্থ বাচ্চাটি চিকিৎসকে ভুলে অপারেশনের সময় মারা যায়। এর সঠিক বিচার চাই আমি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক সারোওয়ার হোসাইন বলেন, ‘এ বিষয়ে থানা পুলিশ হয়ে গেছে। বিষয়টি সমাধানও হয়ে গেছে। তাই আমাকে নিয়ে টানাটানি করার কি দরকার। এখন আপনি আপনার মতো করে প্রতিবেদন করেন। আমার এ বিষয়ে কোন মন্তব্য নেই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।