বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: নগরীর রায়ের মহল এলাকায় ঘরে তৈরি বিষাক্ত মদপানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মালেক সড়ক রোডের একটি বাড়ি থেকে মোসলেম আলি (৭৮) নামে এক ব্যক্তিকে গভীর রাতে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে হোমিও চিকিৎসক পরিচয় দিলেও, তদন্তে জানা গেছে তিনি তার বাড়িতে বসে নানা উপকরণ দিয়ে মদ তৈরি করতেন এবং বিক্রি করতেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, মোসলেম আলি চুনের পানি, ঘুমের ওষুধ ও অন্যান্য রাসায়নিক মিশিয়ে মদ তৈরি করতেন। এই বিষাক্ত মদ পান করে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে কয়েকজন মদপান করেন। এরপর রাতে খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেট এলাকার বাসিন্দা তোতা মিয়া মারা যান। প্রথমে বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে তার মরদেহ পিরোজপুরে গ্রামের বাড়িতে পাঠানো হয়।
কিন্তু শনিবার সকালে একই এলাকার গৌতম, দুপুরে বয়রা শেরের মোড় এলাকার সাহাবুদ্দিন সাবু, বিকেলে বয়রা মধ্যপাড়ার আফরোজ হোসেন বাবু এবং রায়ের মহল মল্লিক বাড়ির সাজ্জাদ মারা যান। এদের সবাই একই উৎস থেকে মদ পান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বয়রা দাশপাড়া এলাকার সনু নামের একজন মারাত্মক অসুস্থ হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মোসলেম আলি দীর্ঘদিন ধরে হোমিও ফার্মেসির আড়ালে মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে না আসায় দীর্ঘদিন তা চলতে পেরেছে।
পুলিশ জানিয়েছে, মদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং মোসলেম আলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।