বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা প্রদান করেন।
শোক পালনের অংশ হিসেবে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ সকালে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের একজন শীর্ষস্থানীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে রাষ্ট্র যথাযথ সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।”
আইন উপদেষ্টা জানান, আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে দাফন করা হবে।
প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শোকের আবহ বিরাজ করছে। শোকের তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মানিক মিয়া এভিনিউতে জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিপুল জনসমাগম সামাল দিতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।










