Home First Lead রিয়াদের ঘটনায় উত্তাল বৈষম্যবিরোধী মঞ্চ, কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

রিয়াদের ঘটনায় উত্তাল বৈষম্যবিরোধী মঞ্চ, কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ।

রোববার বিকালে দেওয়া ঘোষণায় রিফাত রশিদ বলেন, “বৈষম্যবিরোধী অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটির কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। কেবল কেন্দ্রীয় কমিটি সক্রিয় থাকবে।”

তিনি অভিযোগ করেন, কিছু ‘পরাজিত শক্তি’ এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সংগঠনকে কলুষিত করছে। যারা সংগঠনের নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিফাত।

এই ঘোষণার পেছনে রয়েছে সম্প্রতি সংগঠনের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ। জানা গেছে, গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও তার সহযোগীরা। টাকা দিতে অপারগতা জানালে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সিদ্দিক আবু জাফর নামে একজন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন:

  • আব্দুর রাজ্জাক রিয়াদ
  • কাজী গৌরব অপু
  • সাকাদাউন সিয়াম
  • সাদমান সাদাব
  • মো. ইব্রাহিম হোসেন
  • এবং  কিশোর মো. আমিনুল ইসলাম

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন। যাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে, তারা হলেন: রিয়াদ, সিয়াম, সাদাব এবং ইব্রাহিম হোসেন।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, গত ১৭ জুলাই সকালে রিয়াদ ও অপু শাম্মী আহমেদের বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ১০ লাখ টাকা হাতিয়ে নেন। পরে ১৯ জুলাই রাতে বাদীর বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন বলেও অভিযোগ করা হয়েছে।

সামগ্রিক ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় সংগঠনপন্থী নেতারা কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া সব ইউনিট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

👉 আরও খবরের জন্য চোখ রাখুন www.businesstoday24.com-এ