সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, সাতকানিয়া ( চট্টগ্রাম ): সাতকানিয়ায় অপহরণের শিকার বালু ব্যবসায়ী ও সাবেক যুবলীগ নেতা জহির উদ্দিন মিন্টুকে ৭ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা স্লুইসগেট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
জানা যায়, জহির উদ্দিন মিন্টু (৫২) উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। দীর্ঘদিন ধরে ডলু নদীর গাটিয়াডেঙ্গা অংশে বালু উত্তোলন করে আসছিলেন ইজারা নিয়ে।
গতকাল বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে স্থানীয় বাজার থেকে ফেরার পথে মিন্টুকে অপহরণ করে সাত-আটজন দুর্বৃত্ত। অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং অর্থ না দিলে হত্যার হুমকিও দেয়।
অপহৃতের ছোট ভাই মো. সোহেল জানান, বালু কেনার কথা বলে এক ব্যক্তি ফোনে তাঁদের এওচিয়া ইউনিয়নের বইক্যারপাড়া এলাকায় আসতে বলেন। সেখানে পৌঁছালে একদল অপরিচিত ব্যক্তি সোহেলকে মারধর করে তাড়িয়ে দেয় এবং জহির উদ্দিনকে জোর করে তুলে নিয়ে যায়।
এ ঘটনার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন পারভেজের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় রাতভর অভিযান চালানো হয়। যৌথ বাহিনির উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভোর সাড়ে পাঁচটার দিকে জহির উদ্দিনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
তাঁকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জয়ন্ত।
তিনি জানান, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একাধিক স্থানে বালু ব্যবসা নিয়ে বিরোধ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে অনেকেই বিষয়টিকে পূর্বপরিকল্পিত হামলা বলেও উল্লেখ করছেন।