Home অপরাজিতা চিরবিদায় নিলেন ফরাসি সিনেমার আইকন ব্রিজিত বার্দো

চিরবিদায় নিলেন ফরাসি সিনেমার আইকন ব্রিজিত বার্দো

ব্রিজিত বার্দো
বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র, ফরাসি অভিনেত্রী ব্রিজিত বার্দো ৯১ বছর বয়সে পরলোকগমন করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) তাঁর নিজ প্রতিষ্ঠানের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫০ ও ৬০-এর দশকে বিশ্বজুড়ে গ্ল্যামার ও ফরাসি সিনেমার সমার্থক হয়ে উঠেছিলেন বার্দো। তাঁর প্রয়াণে ফ্রান্সসহ পুরো বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ব্রিজিত বার্দো কেবল একজন অভিনেত্রীই ছিলেন না, তিনি ছিলেন কয়েক প্রজন্মের ফ্যাশন আইকন। ১৯৫৬ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি পান। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ১৯৭৩ সালে তিনি অভিনয় জগৎকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন।

অভিনয় ছাড়ার পর তিনি তাঁর জীবনের বাকি সময় উৎসর্গ করেন প্রাণী অধিকার রক্ষায়। ১৯৮৬ সালে তিনি ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রাণী অধিকার সংস্থা।

সিনেমার আইকন: প্রায় ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে ইউরোপীয় সিনেমাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে ফ্রান্সের জাতীয় প্রতীক ‘মারিয়ান’-এর মডেল হিসেবেও সম্মান জানানো হয়েছিল। সীল শিকার বন্ধ থেকে শুরু করে বিপন্ন প্রাণীদের রক্ষায় তিনি আমৃত্যু লড়াই করে গেছেন।

ফরাসি প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের বড় বড় তারকারা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন। তাঁর মৃত্যু একটি যুগের অবসান ঘটিয়ে দিল।

চলচ্চিত্র সমালোচকদের মতে, বার্দো কেবল পর্দার নায়িকা ছিলেন না, তিনি ছিলেন নারী মুক্তি এবং ব্যক্তিগত পছন্দের সাহসিকতার এক অনন্য উদাহরণ।