Home বিনোদন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে পপতারকা জেসি জে, জানালেন খোলামেলা কথা

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে পপতারকা জেসি জে, জানালেন খোলামেলা কথা

ব্রিটিশ পপ তারকা জেসি জে

বিনোদন ডেস্ক:

ব্রিটিশ পপ তারকা জেসি জে (পুরো নাম জেসিকা কর্নিশ) জানিয়েছেন, তিনি প্রাথমিক স্তরের স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং চলতি মাসের সামারটাইম বল-এ অংশ নেওয়ার পর অস্ত্রোপচারে যাবেন।

৩৭ বছর বয়সী এই ‘প্রাইস ট্যাগ’ খ্যাত গায়িকা ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় জানান, সাম্প্রতিক সময়টা তিনি বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে কাটিয়েছেন।

তিনি বলেন, “আমার প্রাথমিক স্তরের স্তন ক্যানসার ধরা পড়েছে। ক্যানসার যেকোনো পর্যায়েই কঠিন। তবে ‘প্রাথমিক’ শব্দটাকেই আমি আঁকড়ে ধরেছি।”

রসিকতার ছলে জেসি বলেন, “এটা বুকে অস্ত্রোপচার করানোর একটা বেশ নাটকীয় কারণ। সামারটাইম বল পারফরম্যান্সের পর আমি কিছুদিনের জন্য অন্তরালে চলে যাবো অস্ত্রোপচারের জন্য। আমি ফিরে আসব বড় বুক আর নতুন গান নিয়ে।”

নিজের অসুস্থতা জনসমক্ষে জানানোর কারণ ব্যাখ্যা করে জেসি বলেন, “আমি এটা নিয়ে কথা বলি না, তাই নিজেই ঠিকমতো মানিয়ে নিতে পারছি না। অথচ আমি জানি, অতীতে আমি যখন নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি, তখন মানুষের ভালোবাসা, সহানুভূতি আর তাঁদের গল্পগুলো আমাকে অনেক শক্তি দিয়েছে। আমি একজন খোলা বই।”

তিনি আরও বলেন, “এত মানুষ একই কিংবা আরও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে—এই বিষয়টাই আমাকে সবচেয়ে কষ্ট দেয়। সময়টা অদ্ভুতভাবে কঠিন হলেও এক অর্থে সুন্দরও, কারণ এতে আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক গভীর হয়েছে। তবে আমি সত্যি বলতে চাই, আমাকে সময় দরকার, কথা বলার দরকার, একটা জড়িয়ে ধরার দরকার। আপনারা সব সময় আমার পাশে ছিলেন, ভালো সময়েও, কঠিন সময়েও। এবারও যেন তার ব্যতিক্রম না হয়।”

উল্লেখ্য, ২০২৩ সালে জেসি জে মা হন, ছেলে স্কাই সাফির কর্নিশ কোলম্যানের জন্ম দেন তিনি। এর আগে ২০২১ সালের নভেম্বরে তিনি একবার গর্ভপাতের শিকার হয়েছিলেন।

জেসি জে দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে আসছেন। মাত্র আট বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হন, ১৮ বছর বয়সে তার ছোটখাটো স্ট্রোক হয় এবং ২০২০ সালে একবার সাময়িকভাবে শ্রবণশক্তি হারান।

জেসি জে পারফর্ম করবেন কেপিটালের সামারটাইম বল-এ, যা আগামী ১৫ জুন রোববার লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে।