Home আকাশ পথ ব্রিটিশ এয়ারলাইন ব্লু আইল্যান্ডস বন্ধ : সব ফ্লাইট বাতিল

ব্রিটিশ এয়ারলাইন ব্লু আইল্যান্ডস বন্ধ : সব ফ্লাইট বাতিল

সংগৃহীত

এভিয়েশন ডেস্ক: চ্যানেল আইল্যান্ড ভিত্তিক রিজিওনাল এয়ারলাইন ব্লু আইল্যান্ডস (Blue Islands) হঠাৎ করে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার  ঘোষণাটি আসার পরই যুক্তরাজ্য ও চ্যানেল আইল্যান্ডের বিভিন্ন বিমানবন্দরে শত শত যাত্রী আটকে পড়েন। কোম্পানি এক বিবৃতিতে জানায়, তাৎক্ষণিকভাবে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

গুয়ার্নসে ও জার্সিকে কেন্দ্র করে পরিচালিত এ এয়ারলাইনের বহরে ছিল পাঁচটি ATR-72 বিমান। ব্লু আইল্যান্ডস নিয়মিতভাবে ব্রিস্টল, সাউথম্পটন, এক্সেটারসহ ইংল্যান্ডের কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করত। হঠাৎ বন্ধের ফলে প্রায় ১০০ কর্মী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

যেসব যাত্রীরা এয়ারলাইনের নিজস্ব ওয়েবসাইট বা কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন, তাদেরকে ব্যাংক বা কার্ড প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করে রিফান্ড বা চার্জব্যাকের ব্যবস্থা করতে বলা হয়েছে। এদিকে জার্সি সরকার জানিয়েছে, কর্মীদের সহায়তা এবং জরুরি রুট চালু রাখার বিষয়ে তারা জরুরি ভিত্তিতে অন্যান্য এয়ারলাইনগুলোর সঙ্গে আলোচনা করছে।

এরই মধ্যে গুয়ার্নসির এয়ারলাইন Aurigny Air Services কয়েকটি রুটে “রেসকিউ ফ্লাইট” পরিচালনার ঘোষণা দিয়েছে, যাতে আটকে পড়া যাত্রীরা বিকল্প ফ্লাইট পেতে পারেন।

গত মাসেই আরেক ব্রিটিশ রিজিওনাল এয়ারলাইন ইস্টার্ন এয়ারওয়েজ কার্যক্রম স্থগিত করে। টানা দুই এয়ারলাইনের পতন যুক্তরাজ্যের আঞ্চলিক এভিয়েশন বাজারের দুরবস্থা আবারও সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ অপারেটিং খরচ, জ্বালানির দাম বৃদ্ধি এবং ছোট রুটে কম যাত্রীসংখ্যা, সব মিলেই রিজিওনাল এয়ারলাইনগুলো টিকে থাকার জন্য কঠিন পরিবেশ তৈরি করেছে।

ব্রিটিশ বিমান পরিবহন খাতে এই ধারাবাহিক ধাক্কা আগামী কয়েক সপ্তাহে আকাশপথে রুট সংকোচন ও টিকিটমূল্য বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।