Home Second Lead দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন্দর

দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন্দর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাড়ে ৪ একর জমি অপদখলমুক্ত হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ-এর নেতৃত্বে বড়পুল চৌরাস্তা সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে এই জমি অপদখলমুক্ত হয়েছে। দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠেছিলএই বন্দর ভূমিতে । বন্দর ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানে দেড় শ’ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানশেষে গৌতম বাড়ৈ সাংবাদিকদের জানান যে, কর্তৃপক্ষের ভূমি অপদখলমুক্ত রাখতে নিয়মিত মনিটরিংসহ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

আজ উচ্ছেদ অভিযানে বন্দর ম্যাজিস্ট্রেটকে সহায়তায় উপস্থিত ছিলেন পুলিশ, বন্দরের প্রকৌশল, এস্টেট, নিরাপত্তা, বিদ্যুৎ ও যান্ত্রিক বিভাগের কর্মিবৃন্দ।