বিজনেসটুডে২৪ ডেস্ক:
ভারতের বাণিজ্য ঘাটতি অক্টোবর ২০২৫-এ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ মাসে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৪১.৬৮ বিলিয়ন ডলার, যা এক বছরের ব্যবধানে সবচেয়ে বড় বৃদ্ধি। রপ্তানি খাতে নেতিবাচক প্রবৃদ্ধি ও স্বর্ণ–রৌপ্যের ব্যাপক আমদানি এ ঘাটতি বাড়িয়ে দিয়েছে।
সোমবার প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, অক্টোবর ২০২৫-এ ভারতের রপ্তানি ১১.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪.৩৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রভাব পড়ায় টানা দ্বিতীয় মাসেও মার্কিন বাজারে রপ্তানি কমে ৮.৭ শতাংশ নেমে যায় ৬.৩ বিলিয়ন ডলারে।
অন্যদিকে আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৭৬.০৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ১৬.৬৩ শতাংশ বেশি। উৎসব মৌসুমের আগে স্বর্ণ আমদানি প্রায় ১৯৯ শতাংশ বেড়ে হয়েছে ১৪.৭২ বিলিয়ন ডলার। একই সময়ে রৌপ্য আমদানি লাফিয়ে উঠে ২.৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের অক্টোবরের তুলনায় বহু গুণ বেশি (২০২৪ সালে ছিল মাত্র ০.৪৩ বিলিয়ন ডলার)।
বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানান, “গত ছয় মাসে উচ্চমূল্যের কারণে আমদানির ওপর যে চাপ ছিল, সেটি থেকে জমে থাকা চাহিদা উৎসব মৌসুমে হঠাৎ উর্ত্তরণ ঘটিয়েছে। এর ফলেই স্বর্ণ ও রৌপ্যের আমদানি অস্বাভাবিকভাবে বেড়েছে, যা রেকর্ড বাণিজ্য ঘাটতির প্রধান কারণ।”
বিশ্ববাজারে চাহিদার দুর্বলতার কারণে ভারতের রপ্তানি অন্যান্য বড় গন্তব্যেও কমেছে। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি ও বাংলাদেশে রপ্তানিতে পতন দেখা গেছে। তবে ব্যতিক্রম চীন, যেখানে ভারতের রপ্তানি ৪২.৩৫ শতাংশ বেড়ে হয়েছে ১.৬২ বিলিয়ন ডলার।
আগরওয়াল আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় সরকারের অনুমোদিত ২৫ হাজার কোটি রুপির রপ্তানি প্রোমোশন মিশন এবং রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক সহায়তা রপ্তানি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
চলতি অর্থবছরের (এপ্রিল–অক্টোবর ২০২৫) সাত মাসে ভারতের মোট রপ্তানি সামান্য ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫৪.২৫ বিলিয়ন ডলারে, কিন্তু আমদানি বেড়েছে ৬.৩৭ শতাংশ বেড়ে ৪৫১.০৮ বিলিয়ন ডলারে। এ সময়ে সামগ্রিক বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯৬.৮২ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের ১৭১.৪০ বিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি।









