Home Second Lead গলাচিপায় নূর অবরুদ্ধ: পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

গলাচিপায় নূর অবরুদ্ধ: পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বৃহস্পতিবার (১২ জুন) রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সেখানে স্থানীয় বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীদের হাতে কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার অভিযোগ করেছেন। তবে পাল্টা অভিযোগে বিএনপি দাবি করেছে, নূরের কর্মীরাই তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

নুরুল হক নূর তার ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ১১টার দিকে দেওয়া এক পোস্টে লেখেন, “পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি, রড, রামদা নিয়ে আমাদের পথরোধ করেছে। স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, জেলা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাত দেড়টার দিকে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সেনাবাহিনী ও পুলিশ এসে সন্ত্রাসীদের রাস্তা থেকে সরাতে পারেনি।”

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, “গলাচিপার শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার সময় বিএনপির লোকজন পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে অবরুদ্ধ করে। এ ঘটনায় প্রশাসনের নীরবতা আমাদের বিস্মিত করেছে।”

তবে বিএনপি নেতাদের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন অভিযোগ করেন, “নুরুল হক নূর এলাকায় উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি বুধবার প্রকাশ্যে বিএনপির এক সিনিয়র নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। তার কর্মীরা বৃহস্পতিবার চরবিশ্বাসে আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে অন্তত ১০-১২ জন নেতাকর্মীকে আহত করেছে।”

বিএনপির গলাচিপা উপজেলা সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান জানান, “ভিপি নুরের ভাই আমিনুল ইসলামের নেতৃত্বে আমাদের সমাবেশে হামলা হয়। পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।”

অন্যদিকে নূরের সঙ্গে থাকা গণ অধিকার পরিষদের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খায়রুল আমীন জানান, পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে তাদের গলাচিপা ত্যাগ করে জেলা সদরে যাওয়ার অনুরোধ জানায়। তবে তারা রাতে গলাচিপা ডাকবাংলোয় অবস্থানের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, “সংঘর্ষে উভয় পক্ষের ৫-৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত।”

পটুয়াখালীর এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে।


গলাচিপায় নুরুল হক নূরকে অবরুদ্ধ করার ঘটনাটি কি রাজনৈতিক সহিংসতার নতুন ইঙ্গিত? নাকি শুধুই দলীয় বিরোধের বহিঃপ্রকাশ? আপনার মতামত জানান কমেন্টে।

🔁 প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন
📰 আরও এমন প্রতিবেদন পেতে ভিজিট করুন BusinessToday24.com

📲 #গণঅধিকারপরিষদ #ভিপিনূর #বিএনপি #গলাচিপা #রাজনীতি #বাংলাদেশসংবাদ

👉 শেয়ার করতে ভুলবেন না! আপনার শেয়ারেই পৌঁছে যাবে সঠিক খবর সবার কাছে।