Home বিনোদন পাঁচ ওয়াক্ত নামাজেই স্বস্তি পান অভিনেতা ভিভিয়ান

পাঁচ ওয়াক্ত নামাজেই স্বস্তি পান অভিনেতা ভিভিয়ান

ভিভিয়ান ডি সেনা

শান্তির খোঁজে ইসলাম ধর্ম গ্রহণ

বিনোদন ডেস্ক: জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘প্যায়ার কি ইয়ে এক কহানি’-তে ‘ড্রাকুলা’ বা ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন সুদর্শন অভিনেতা ভিভিয়ান ডি সেনা। মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা আড়ালে থাকলেও, নিজের দ্বিতীয় বিয়ে এবং ধর্ম পরিবর্তনের কথা প্রকাশ্যে এনে ফের আলোচনায় আসেন এই তারকা। খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া ভিভিয়ান জানিয়েছেন, মানসিক প্রশান্তি এবং জীবনের শৃঙ্খলার খোঁজেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ধর্মান্তরিত হওয়ার কারণ
ক্যারিয়ারের গগণচুম্বী জনপ্রিয়তার মাঝে অভিনেত্রী ওয়াহাবিজ দোরাবজির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন ভিভিয়ান। এরপর ২০২৩ সালে জানা যায়, তিনি মিশরের সাংবাদিক নওরান আলিকে বিয়ে করেছেন। মূলত স্ত্রীর প্রভাবে এবং আধ্যাত্মিক শান্তির খোঁজে ২০১৯ সালের পবিত্র রমজান মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ প্রসঙ্গে ভিভিয়ান ডি সেনা বলেন, ‘‘আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি। তবে ২০১৯ সালের রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করি। দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি এখন অনেক মানসিক শান্তি ও স্বস্তি পাই। ইসলাম আমার জীবনযাত্রায় আমূল ইতিবাচক পরিবর্তন এনেছে।’’

বিগ বস ও বর্তমান অবস্থা
পর্দা থেকে দূরে থাকার পর গত বছর জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-তে অংশ নিয়েছিলেন ভিভিয়ান। সেখানে নিজের ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ট্রফি জিততে না পারলেও তিনি শো-এর প্রথম রানারআপ হন।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে এবং পরিবারের সঙ্গে শান্তিতে জীবন অতিবাহিত করছেন ছোট পর্দার এক সময়ের এই হার্টথ্রব অভিনেতা।