Home জাতীয় ভোজ্যতেল আমদানিতে এক শতাংশ উৎসে কর বসাল সরকার

ভোজ্যতেল আমদানিতে এক শতাংশ উৎসে কর বসাল সরকার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এতদিন এ খাতে কোনো উৎসে কর ছিল না। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেল, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎসে করের হার এক শতাংশ হবে। এর ফলে এখন থেকে এসব আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানির সময় কর পরিশোধ করতে হবে।

এর আগে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে এ খাতে কোনো উৎসে কর রাখা হয়নি। তবে রাজস্ব বাড়ানো ও বাজার নিয়ন্ত্রণে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের কারণে গত আগস্টে দেশে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে সরকার। আগে এর দাম ছিল ১৬৯ টাকা। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে লিটারপ্রতি ১৮৯ টাকায় আছে।

গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তেলের দামের সঙ্গে কর নীতির যোগসূত্র নতুন নয়। ব্যবসায়ীদের চাপের মুখে একদিন পরই সয়াবিন তেলের আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করেছিল সরকার। একই সুবিধা দেওয়া হয়েছিল অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রেও। সে সময় ৫ শতাংশ হারে আগাম কর আরোপিত ছিল।