Home অন্যান্য বিদায় নিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

বিদায় নিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

মদিনার আকাশে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক:

 পবিত্র মসজিদে নববীর সুমধুর আজানের চিরচেনা সেই কণ্ঠস্বর আজ স্তব্ধ। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারকের সান্নিধ্যে থেকে মুমিনদের নামাজের দিকে আহ্বান জানানো মহান এই খাদেম পাড়ি জমিয়েছেন পরপারে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিদায় বেলা ও দাফন সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক মুখপত্র ‘ইনসাইড দ্য হারামাইন’-এর তথ্যমতে, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতেই তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মদিনার ঐতিহাসিক ও বরকতময় কবরস্থান জান্নাতুল বাকি-তে তাকে দাফন করা হয়েছে।

বংশপরম্পরায় আজানের খেদমত শেখ ফয়সাল নোমানের পরিবার ছিল নববী মসজিদের আজানের ঐতিহ্যের ধারক। এই মহৎ দায়িত্ব তিনি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে:

দাদা: তিনি ছিলেন মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন।

বাবা: মাত্র ১৪ বছর বয়সে তিনি এই পবিত্র দায়িত্ব লাভ করেছিলেন।

শেখ ফয়সাল: ১৪২২ হিজরি (২০০১ খ্রিষ্টাব্দ) থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত দীর্ঘ ২৫ বছর তিনি অবিরাম এই খেদমত আঞ্জাম দিয়ে গেছেন।

এক নিবেদিতপ্রাণ খাদেমের অবসান মদিনার শান্ত পরিবেশে তার সেই দরদমাখা আজান বিশ্বের লাখো হাজির হৃদয়ে প্রশান্তি জোগাত। ১৪২২ হিজরিতে নিযুক্ত হওয়ার পর থেকে আমৃত্যু তিনি মদিনার মিনারে তাওহিদের উচ্চকিত আওয়াজ তুলে গেছেন। তার ইন্তেকালে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। “নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁরই কাছে আমাদের ফিরে যেতে হবে।”

আল্লাহ তায়ালা মরহুম শেখ ফয়সাল নোমানকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দিন। আমিন।