বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর উত্তরা যেন এক শোকস্নাত প্রতিবাদের নগরে পরিণত হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ২৫ শিশুসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর পর দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার সকাল ৯টা থেকে গোলচত্বরে অবস্থান নেন শত শত শিক্ষার্থী। ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’ এমন ব্যানার হাতে তারা সড়কের ওপর বসে পড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন।
শিক্ষার্থীরা ৬ দফা দাবি উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল এবং প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার।
সকাল সাড়ে ৯টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প থেকে মাইকিং করে ঘোষণা দেওয়া হয় এই এলাকায় সভা-সমাবেশ বা দলবদ্ধ কর্মসূচি নিষিদ্ধ। তা সত্ত্বেও শিক্ষার্থীরা তাঁদের অবস্থান ছাড়েননি।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরলে পরে তাঁরা কলেজ ভবনের একটি কক্ষে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন।
এদিকে আজও কলেজ ও আশপাশের এলাকায় ভিড় করছেন অভিভাবক ও উৎসুক জনতা। হোস্টেল থেকে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। হায়দার আলী হোস্টেল থেকে সকালেই অনেক শিক্ষার্থী বেরিয়ে যান। কলেজের নিরাপত্তা প্রহরী আমির হোসেন জানান, সকাল থেকেই মানুষ ভিড় করছে, কিন্তু তাদের বারবার অনুরোধ করতে হচ্ছে যেন ভিড় না করেন।
এক শিক্ষক জানালেন, বিমান বিধ্বস্ত হওয়া ভবনটি মূলত প্রাথমিক শাখার শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। এখনো নিশ্চিত হওয়া যায়নি দুর্ঘটনার সময় ঠিক কতজন শিক্ষার্থী সেখানে ছিল।
এদিকে, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহত ও আহতদের তথ্য হালনাগাদের জন্য কলেজের এক নম্বর ভবনের নিচে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানে অভিভাবক ও শিক্ষকরা তথ্য আদান-প্রদান করছেন।