Home First Lead মাইলস্টোন ছাত্রদের সব দাবি মানা হবে: ড. আসিফ নজরুল

মাইলস্টোন ছাত্রদের সব দাবি মানা হবে: ড. আসিফ নজরুল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ছয় দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন কলেজের ৫ নম্বর ভবনের সামনে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কলেজ পরিদর্শনে আসেন। শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরলে তাঁরা শিক্ষকদের সঙ্গে নিয়ে নিচতলার কনফারেন্স কক্ষে আলোচনায় বসেন। পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধি এই আলোচনায় অংশ নেন।

বেলা পৌনে একটার দিকে কক্ষ থেকে বের হয়ে আসেন উপদেষ্টারা। তখন আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের প্রতিটি দাবি যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আমরা সব দাবি মেনে নিচ্ছি। আমি শুধু উপদেষ্টা নই, একজন অভিভাবক হিসেবেও এসেছি। বিশ্বাস রাখো, তোমাদের পাশে আছি।”

তিনি জানান, নিহতদের পরিচয় ও আহতদের তালিকা প্রকাশ, প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, পুরোনো ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল এবং মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ পদ্ধতির নিশ্চয়তা—এই সবকিছুর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “যে বাহিনী খারাপ আচরণ করেছে, তাদের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এই আশ্বাসের পরও শিক্ষার্থীদের বিক্ষোভ থামেনি। তাঁরা কলেজ ভবনের সামনে অবস্থান চালিয়ে যান। উপদেষ্টারা পুনরায় কলেজ ভবনে ঢুকে যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

প্রসঙ্গত, এই ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
১. নিহত শিক্ষার্থীদের নাম ও পরিচয় প্রকাশ
২. আহতদের সঠিক তালিকা
৩. ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ
৪. পুরোনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল
৫. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার
৬. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা