বিজনসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ফোরকান (৫২)। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার আয়েশাবিবির বাড়ি এলাকায় একদল স্থানীয় লোক তাকে মারধর করে, মাথা ন্যাড়া করে এবং জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসা শেষে হেফাজতে রেখেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব গুজরা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফোরকান সন্ধ্যার পর বাজার এলাকায় গেলে একদল লোক তাকে আটক করে। সেখানে জনসমক্ষে তাকে মারধরের পর অপমানজনকভাবে মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং গলায় পরানো হয় জুতার মালা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় আমাদের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের একটি মামলা রয়েছে, যা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের ঘটনা।”
দলীয় সূত্র নিশ্চিত করেছে, ফোরকান বর্তমানে পূর্ব গুজরা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তবে দলীয় কোনো পক্ষ থেকে এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে মতবিরোধ, পুরনো দ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এই হামলা ও অপমানজনক ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।