Home Third Lead বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ, সিসিটিভিতে দেখা যায়নি মুখ

বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ, সিসিটিভিতে দেখা যায়নি মুখ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: মোহাম্মদপুরে মা–মেয়ে লায়লা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যা মামলায় পুলিশ এক গৃহকর্মীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। চার দিন ধরে ওই নারী বাসায় যাতায়াত করলেও এখনও তার পরিচয় জানা যায়নি।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, “সন্দেহভাজন নারী প্রতিদিনই বোরকা বা মুখ ঢেকে বাসায় আসতেন। ফলে সিসিটিভি ফুটেজে তার মুখ দেখা যায়নি, এবং নিহত দুজন ছাড়া কেউ তাকে দেখেনি।” এই কারণে পুলিশ তার খোঁজে তৎপরতা বাড়িয়েছে।

ঘটনা সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় ঘটে। নিহত লায়লা আফরোজ ও তার কন্যাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। নিহতদের স্বামী আজিজুল ইসলাম ওই সময় কর্মস্থলে ছিলেন। রাতেই তিনি মোহাম্মদপুর থানায় অজ্ঞাত ওই গৃহকর্মীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নিরাপত্তাকর্মী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চার দিন আগে কাজের সন্ধানে আসা ওই নারীকে নিরাপত্তাকর্মী লায়লার কাছে নিয়ে যান। পরিবারের সঙ্গে তার আগে কোনো পরিচয় ছিল না। প্রতিদিন সকালে এসে কাজ শেষ করে চলে যেতেন, নাম বা ফোন নম্বর জানাতেন না।

স্বামী আজিজুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ অনুযায়ী সকাল ৭:৫১ মিনিটে গৃহকর্মী বাসায় ঢোকেন এবং সকাল ৯:৩৫ মিনিটে তার মেয়ের স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। এ সময় তিনি মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বেশ কিছু মূল্যবান জিনিস সঙ্গে নিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, অভিযুক্ত গৃহকর্মীর পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে এখনো তাৎক্ষণিক অগ্রগতি হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

নিহত মা–মেয়ের মরদেহ আজ নাটোরে দাফন করা হয়েছে। আত্মীয়–স্বজন ও স্থানীয়রা জানাজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।