Home Second Lead সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্ক সংকেত

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্ক সংকেত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শীতের মওসুমে ঠিক এ সময়ে যখন কনকনে ঠান্ডা অনুভূত হওয়ার কথা, তখন বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক দুর্যোগ শীতের পথে কাঁটা হয়ে আছে। তাপমাত্রার পারদ এখন উর্ধমুখী। এখন নতুন করে ঘাম ঝরছে মানুষের। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সুস্পষ্ট বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চার সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখানো হয়েছে। শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৬৩০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৯৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (১ নং) এ তথ্য দিয়ে বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে এগিয়ে চলেছে উত্তর-পশ্চিম দিকে। এই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর পর আরও শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর রবিবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে মিগজাউম (cyclone michaung)।