বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও লেখক মীরা সেত্থি জানিয়েছেন, তিনি অর্থনীতিবিদ বিলাল সিদ্দিকীর সঙ্গে বিয়ের দুই বছরেরও বেশি সময় আগে বিচ্ছেদ করেছেন। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন।
মীরা সেত্থি, সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম সেত্থি ও সাংবাদিক জুগনু মোহসিনের মেয়ে। তিনি ২০১৯ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘনিষ্ঠ পরিবেশে বিলাল সিদ্দিকীকে বিয়ে করেছিলেন। তার এক বছর আগে তাদের আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন হয়। তবে ২০২৩ সালের মার্চ মাসে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মীরা বলেন, “আমি মার্চ ২০২৩-এ তালাকপ্রাপ্ত হই। তখন ‘কুচ অঙ্কাহি’ নাটকের কাজ শেষের দিকে। শুটিং চলাকালীন আমি নিজের ভেতরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। এটি ছিল একদিকে অত্যন্ত কোমল, আবার শক্তিশালী সময়।”
তিনি আরও বলেন, নাটকে সামিয়া চরিত্রে অভিনয়ের সময় বাস্তব জীবনের সংকট মোকাবিলা সহজ হয়েছিল। যদিও নাটকের চরিত্র থেকে নয়, বরং কাজের ব্যস্ততাই তাকে মানসিকভাবে সহায়তা করেছে। মীরার ভাষায়, “প্রতিদিন সকালে সেটে যেতাম। সাজল আলী, আহমেদ স্যার ও পরিচালক নাদিম বেগ জানতেন আমার অবস্থা। তারা ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল ও সমর্থনকারী।”
মীরা সেত্থির এই খোলামেলা স্বীকারোক্তি তার ভক্তদের জন্য ছিল এক অপ্রত্যাশিত খবর। তবে তিনি জানালেন, নতুন অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন।