Home কক্সবাজার কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজা নিখোঁজ

কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজা নিখোঁজ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আহনাফ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে নামেন আহনাফ। একই সময়ে আরও দুজন পর্যটক পানিতে ভেসে যান। ফায়ার সার্ভিস ও সি-সেইফ লাইফগার্ডের যৌথ তৎপরতায় দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও আহনাফ নিখোঁজ রয়েছেন। রাত ১১টার পরও ফায়ার সার্ভিসের কর্মীদের তল্লাশি অভিযান অব্যাহত থাকে কলাতলী ও লাবণী পয়েন্টে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, “আমরা সম্ভাব্য সব উপায়ে খোঁজ চালাচ্ছি। সৈকতের বিভিন্ন জায়গায় টিম কাজ করছে।”

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, দুপুরে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা গেছে। তবে আহনাফের খোঁজ মেলেনি, তাকে উদ্ধারে টিম কাজ করছে।

এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম মুঠোফোনে বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি। ডিসি, প্রশাসন, সবাই সহযোগিতা করছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।”

জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষে অবকাশযাপনে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন আহনাফ।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে সৈকতে নিখোঁজ হয়েছিলেন। প্রায় দুই মাস পার হলেও তার সন্ধান মেলেনি।

সি-সেইফ লাইফগার্ডের তথ্যমতে, গত এক বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১১ জন পর্যটক। একই সময়ে ৭৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

👉 পর্যটনকেন্দ্রিক এই দুর্ঘটনা সৈকতের নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটকদের সচেতনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।