Home First Lead ফার্মগেট দুর্ঘটনার ২২ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

ফার্মগেট দুর্ঘটনার ২২ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীতে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে পূর্ণ রুটে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল সেবা। সোমবার সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা থেকে নিরবচ্ছিন্নভাবে পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে আরও বলা হয়, যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি গ্রামে। দুর্ঘটনার পর পরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে রোববার বিকেল ৩টা থেকে আংশিকভাবে উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল চালু করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলেও পুরো রুট তখনও বন্ধ ছিল।

সোমবার সকালে আবুল কালামের জানাজা অনুষ্ঠিত হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি গ্রামে। জানাজায় অংশ নেন তার স্বজন, প্রতিবেশী ও স্থানীয় শত শত মানুষ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। জানাজা শেষে তাকে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।

রাজধানীতে মেট্রোরেল চালুর পর এটাই প্রথম বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। এতে মেট্রোরেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।