Home আন্তর্জাতিক ইরানে হিজাব ছাড়া নারীদের ম্যারাথন: ২ আয়োজক গ্রেপ্তার

ইরানে হিজাব ছাড়া নারীদের ম্যারাথন: ২ আয়োজক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কিশ দ্বীপে অনুষ্ঠিত একটি ম্যারাথনে নারীরা হিজাব ছাড়া অংশ নেওয়ায় ওই প্রতিযোগিতার দুই প্রধান আয়োজককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার অনুষ্ঠিত ওই ম্যারাথনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার ইরানের বিচার বিভাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

বিচার বিভাগের সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর প্রতিবেদনে বলা হয়, আদালতের পরোয়ানার ভিত্তিতে প্রতিযোগিতার দুই প্রধান আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন কিশ ফ্রি জোন-এর সরকারি কর্মকর্তা এবং অন্যজন প্রতিযোগিতাটি আয়োজনকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, শুক্রবারের এই ম্যারাথনে প্রায় ৫ হাজার প্রতিযোগী অংশ নেন। অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন নারী দৌড়বিদ ইরানের কঠোর পোশাকবিধি অমান্য করে হিজাব ছাড়াই দৌড়াচ্ছেন। ১৯৮০-এর দশকের শুরুর দিকে ইরানে এই পোশাকবিধি আইনে পরিণত হয়।

মিজান অনলাইনের প্রতিবেদনে স্থানীয় কৌঁসুলির বরাত দিয়ে বলা হয়, “দেশের বর্তমান আইন, ধর্মীয় অনুশাসন এবং প্রথা মেনে চলার বিষয়ে পূর্ব সতর্কবার্তা থাকা সত্ত্বেও, ইভেন্টটি এমনভাবে আয়োজন করা হয়েছে যা জনসমক্ষে শালীনতা ক্ষুণ্ন করেছে।” এ ঘটনায় আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

তাসনিম এবং ফারস-এর মতো রক্ষণশীল সংবাদমাধ্যমগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই আয়োজনকে ‘অশালীন’ এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইনের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, ২০২২ সালে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ইরানি নারীদের মধ্যে হিজাব আইন অমান্য করার প্রবণতা বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে জনসমক্ষে অনেক নারীকে হিজাব ছাড়া চলাফেরা করতে দেখা যাচ্ছে।

এদিকে, বাধ্যতামূলক হিজাব আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে দেশটির বিচার বিভাগ কট্টরপন্থীদের তোপের মুখে পড়েছে। চলতি সপ্তাহের শুরুতে দেশটির পার্লামেন্টের অধিকাংশ সদস্য হিজাব আইন রক্ষায় ব্যর্থতার জন্য বিচার বিভাগকে অভিযুক্ত করেন। প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি ইজেই পরবর্তীতে আইনটির কঠোর প্রয়োগের আহ্বান জানান।

তবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার পার্লামেন্টে পাস হওয়া এমন একটি বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে, যেখানে পোশাকবিধি লঙ্ঘনকারী নারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল।

এর আগে ২০২৩ সালের মে মাসে শিরাজ শহরে একটি ক্রীড়া প্রতিযোগিতায় নারীরা হিজাব ছাড়া অংশ নেওয়ায় ইরানের অ্যাথলেটিকস ফেডারেশনের প্রধান পদত্যাগ করেছিলেন।