বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর বনানীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর, লুটপাট ও নারী লাঞ্ছনার ঘটনায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে সংগঠন থেকেও বহিষ্কার করেছে যুবদল।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিআইপি রুম না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মনির হোসেন তার অনুসারীদের নিয়ে হামলা চালান। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, হোটেল কর্তৃপক্ষ মনির হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছে। মামলায় আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তিনি বলেন, “অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা হোটেলের টেলিভিশন, চেয়ার, টেবিল, সিসি ক্যামেরা, মনিটর, ল্যাপটপ ও গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। কাউন্টার থেকে ৭০ হাজার টাকা এবং স্টোর থেকে প্রায় ৫ লাখ টাকার বিদেশি মদ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় হোটেল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়, যাতে তারা পুলিশে অভিযোগ না করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌঁড়ে নামতে গেলে বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তি তাকে আঘাত করে মেঝেতে ফেলে দেন। সেই মুহূর্তে পেছনে থাকা আরেক নারীও হামলার শিকার হন। ভিডিওতে আরও দেখা যায়, অন্তত ৮ থেকে ১০ জন হামলায় অংশ নিচ্ছেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার আগের দিন মনির হোসেন নিজেকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। রুম খালি না থাকায় তাকে সাধারণ টেবিলে বসানো হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে চলে যান এবং হুমকি দেন।
এ ঘটনায় যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না।” মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সকল নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ঘটনার পর বনানী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।