বিজনেসটুডে২৪ডেস্ক: সেক্স বিতর্কে নাম জড়িয়েছে রণবীর এলাহবাদিয়ার সেই তালিকায় এবার নাম অন্তর্ভুক্ত হতে পারে আরও নামিদামি ব্যক্তিত্বদের। ইতিমধ্যেই রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, নেওয়া হয়েছে একাধিক আইনি পদক্ষেপ। তবে রণবীর ছাড়া আর কার কার নাম এই বিতর্কে জড়াতে পারে? জেনে নিন।
সময় রায়নার শো ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোয়ে যে সমস্ত সেলিব্রিটি রা ইতি মধ্যে অংশগ্রহণ করেছে তাঁদের মধ্যে রয়েছেন রাখি সাওয়ান্ত, ভারতী সিং, উরফি জাভেদ এবং রঘু রাম। অনুষ্ঠানটি ঘিরে যে সেক্স বিতর্ক তৈরি হয়েছে, তার ফলে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল অনুষ্ঠানটির অন্য কোনও আপত্তিকর মন্তব্য খুঁজে পাওয়া যায় কিনা তার জন্য প্রত্যেকটি পর্ব স্ক্যান করছে।

সময় রায়না সঞ্চালিত এই অনুষ্ঠানটির ইতিমধ্যে ১২টি পর্ব ইউটিউবে পোস্ট করা হয়েছে। যে পর্বগুলো ইউটিউব ডিলিট করে দিয়েছে সেগুলিও পুনরুদ্ধার করার জন্য ইউটিউবকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। কোনও পর্বে যদি কোনও আপত্তিকার কথা বলা থাকে, তাহলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র অনুযায়ী জানা গেছে, তদন্তকারীরা শুধুমাত্র বিচারক নয়, যারা শ্রোতা হিসেবে এই অনুষ্ঠানে এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান রেকর্ড করা হবে। শুধু তাই নয়, প্রতিযোগীদের সঙ্গেও কথা বলা হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে এই শোয়ে এসে কথা বলতে গিয়ে রণবীর বলেন, আপনি সারা জীবন আপনার বাবা-মায়ের যৌনতা দেখেই যেতে চান নাকি নিজেই সেখানে অংশগ্রহণ করে তা চিরতরে থামিয়ে দিতে চান। রণবীরের এই কথা শুনেই রীতিমতো স্তম্ভিত এবং ক্ষুব্ধ হন দর্শকরা।
এখানেই শেষ নয়, রণবীরের মন্তব্য শুনে সেটি ঘোর আপত্তিজনক বলে মনে করেছেন সকলে। শক্তিমান ওরফে মুকেশ খান্না রণবীরের চরম থেকে চরমতম শাস্তির দাবি জানিয়েছেন। হিন্দু সংস্কৃতিতে বাবা মায়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এইভাবে মন্তব্য কেউ করতে পারে না বলে দাবি দর্শক থেকে তারকা সকলেরই।