Home বিনোদন রশ্মিকা নিয়ে মুখ খুললেন না বিজয়, প্রেম নিয়ে বাড়ছে জল্পনা

রশ্মিকা নিয়ে মুখ খুললেন না বিজয়, প্রেম নিয়ে বাড়ছে জল্পনা

বিনোদন ডেস্ক:

দক্ষিণ ভারতের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। অন্যদিকে বিজয় দেবরকোন্ডা হলেন তেলুগু সিনেমার সুপারস্টার, যিনি ‘অর্জুন রেড্ডি’, ‘গীতা গোবিন্দম’ ও ‘লাইগার’-এর মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। এই দুই তারকার ঘনিষ্ঠতা ও সম্ভাব্য প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই চলচ্চিত্র মহলে ও অনুরাগীদের মধ্যে আলোচনার বিষয়।

রূপোলি পর্দার এই দুই তারকার প্রেম নিয়ে চর্চা যেন থামছেই না। কখনও একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি, কখনও আবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া হাসিমুখ—সব মিলিয়ে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনার শেষ নেই। যদিও কখনও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়ের বক্তব্যে নতুন করে উসকে উঠেছে এই জল্পনা। মজার ছলে বিজয় বলেন, “আমার বয়স ৩৫ বছর। এই বয়সে কী করে একা থাকব?” এখানেই থেমে থাকেননি তিনি। প্রেম সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়ে বলেন, “আমার কাছে ভালবাসা কখনওই নিঃশর্ত নয়। বিশ্বাস যেমন দরকার, তেমনই কিছু চাহিদা থাকা স্বাভাবিক। মনের মিল সব নয়, বোঝাপড়াটাও গুরুত্বপূর্ণ।”

তবে এই বলার মধ্যেও বিজয় তাঁর প্রেমিকার নাম মুখে আনেননি। অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো রশ্মিকার নামটি সরাসরি আসবে। কিন্তু বাস্তবে হল তার উল্টোটা।

সাম্প্রতিক আরেকটি সাক্ষাৎকারে বিজয়ের কাছে জানতে চাওয়া হয়, তাঁর কাঙ্ক্ষিত জীবনসঙ্গী কেমন হবেন। উত্তরে তিনি স্পষ্ট বলেন, “এই মুহূর্তে আমার বিয়ের কোনও পরিকল্পনা নেই। তাই জীবনসঙ্গী খোঁজার কথাও ভাবছি না।” এতে থেমে থাকেননি সাংবাদিকরা। তাঁকে প্রশ্ন করা হয়, রশ্মিকার মতো কাউকে কি তিনি জীবনসঙ্গী হিসেবে ভাবেন? বিজয়ের উত্তর—একটি মুচকি হাসি এবং একটাই কথা, “আমি ভাল মনের কাউকে চাই।”

বিজয়ের এই মন্তব্য ঘিরে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, ইচ্ছা করেই রশ্মিকার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন তিনি। কেউ আবার মনে করছেন, তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই।

তবে এটাও ঠিক, বিজয় এর আগেও রশ্মিকার প্রসঙ্গে চুপ থেকেছেন, হয়তো নীরবতাই তাঁদের সম্পর্কের ব্যাখ্যা। আর নেটদুনিয়া? তারা জল্পনায় পটু। প্রেম থাক বা না-ই থাক, আলোচনার কেন্দ্রবিন্দুতে যে এই দুই তারকা থাকবেন তা নিশ্চিত।