বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধিদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ তফসিল প্রকাশ করেন। তিনি জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।”
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। ৬ আগস্ট প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর ৭, ১০, ১১ ও ১২ আগস্টের মধ্যে ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ আগস্ট।
১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিতরণ করা হবে মনোনয়নপত্র। এগুলো জমা নেওয়া হবে ২১, ২৪ ও ২৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাইয়ের পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২ সেপ্টেম্বর সময় নির্ধারণ করা হয়েছে, আর ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে। দীর্ঘ সময় পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে বলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা ও আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনও তাদের সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে তুলছে।
রাকসু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার এক নতুন পর্ব শুরু হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষকরা।