বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), ১৭টি হল কাউন্সিল এবং সিনেট-২০২৫-এর ছাত্র প্রতিনিধিদের বহুল প্রত্যাশিত নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সোমবার থেকে শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রচারণা।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে প্রার্থী ও তাদের সমর্থকদের। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে প্রচারণার অনুমতি থাকবে। এ সময় বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
আচরণবিধি ও নির্দেশনা
প্রচারণায় ব্যবহৃত উপকরণ শুধুমাত্র ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটারের কালো-সাদা পোস্টার পর্যন্ত সীমাবদ্ধ।
দেয়ালে লেখা বা অননুমোদিত পোস্টার প্রদর্শন করা যাবে না।
লাউডস্পিকার কেবলমাত্র প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি সভায় ব্যবহার করা যাবে।
নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
প্রার্থীর সংখ্যা
প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক সেতাউর রহমান জানান, নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে—
রাকসু নির্বাচনে: ২৪৮ জন
হল কাউন্সিলে: ৫৯৭ জন
সিনেট আসনে: ৫৮ জন
রাকসুতে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী আছেন।
হল কাউন্সিলে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি মহিলা হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন এবং এজিএস পদে ১৫ জন প্রার্থী রয়েছেন।
রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ করা হয়েছে।
ভোটার ও প্যানেল
নির্বাচনে মোট ২৮,৯০৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১১টি ছাত্র হলের ১৭,৬০০ জন এবং ছয়টি ছাত্রী হলের ১১,৩০৫ জন ভোটার রয়েছেন।
রাকসু, হল কাউন্সিল ও সিনেট নির্বাচনে মোট ১১টি প্যানেল অংশ নিচ্ছে।
নির্বাচন ও তাৎপর্য
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিত্বের পুনর্জাগরণের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তুতি ইতোমধ্যে পুরোদমে এগিয়ে চলেছে, যা ক্যাম্পাসকে গণতন্ত্রের প্রাণবন্ত ও উৎসবমুখর অঙ্গনে রূপান্তরিত করেছে।










