Home স্বাস্থ্য মেরুদণ্ডের ব্যথায় রোবোটিক স্পাইন সার্জারি: মনিপালের চিকিৎসায় নতুন আশা

মেরুদণ্ডের ব্যথায় রোবোটিক স্পাইন সার্জারি: মনিপালের চিকিৎসায় নতুন আশা

হেলথ ডেস্ক:

ভারতের মনিপাল হাসপাতাল এবার ইতিহাস গড়ল রোবোটিক স্পাইন অপারেশনে। গত দেড় বছরে এক হাজারেরও বেশি সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন চিকিৎসক এস বিদ্যাধারা, যার মাধ্যমে অসংখ্য রোগীর জীবন বদলে দিয়েছে এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা।

বেঙ্গালুরুর মনিপাল ইনস্টিটিউট অফ রোবোটিক স্পাইন সার্জারি-র জগতে এনে দিয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন। পশ্চিমবঙ্গের ৫৭৪ জন রোগী ইতোমধ্যেই এই চিকিৎসায় সুস্থ জীবন ফিরে পেয়েছেন। ক্ষত খুবই ন্যূনতম হওয়ায় রোগীদের দ্রুত সুস্থ হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মে ফিরে আসার হার চোখে পড়ার মতো।

২০১৯ সালে ভারতে প্রথম এই রোবোটিক স্পাইন সার্জারি হলেও সাফল্যের হার এতটা উজ্জ্বল হয়নি। ২০২৩ সালের অক্টোবরে এস বিদ্যাধারার হাত ধরে এই চিকিৎসায় এসেছে এক বিপ্লব। বর্তমানে ভারতে শুধুমাত্র মনিপাল হাসপাতালেই এই বিশেষ অপারেশন করা সম্ভব, তবে পশ্চিমবঙ্গেও শিগগিরই চালু করার প্রস্তুতি চলছে।

গত দুই বছরে মনিপাল হাসপাতালের এই বিশেষ ইউনিট বিভিন্ন বয়সের রোগীদের জন্য কার্যকর হয়েছে:

শিশুদের মধ্যে ডিফর্মিটি সমস্যায় ৯০ শতাংশ সফলতা।

যুবকদের ডিস্ক হার্নিয়েশন, সংক্রমণ ও টিউমারে যথাক্রমে ৬৫, ২০ ও ১৫ শতাংশ।

মধ্যবয়সীদের মধ্যে ডিস্ক হার্নিয়েশন (৫০%), লম্বার ক্যানাল স্টেনোসিস (২৫%), সংক্রমণ (১৫%) ও টিউমার (১০%)।

প্রবীণদের ক্ষেত্রে ক্যানাল স্টেনোসিস ও ডিফর্মিটি ৭৫ শতাংশ, কমপ্রেশন ফ্র্যাকচার ১০ শতাংশ এবং টিউমার বা সংক্রমণ ১৫ শতাংশ।

পশ্চিমবঙ্গের এক ১২ বছর বয়সী মেয়ের খেলাধুলোর আনন্দ ফিরে পাওয়া থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধার আত্মবিশ্বাসী হাঁটার ক্ষমতা ফিরে পাওয়া সবই মনিপাল হাসপাতালের এই চিকিৎসার সাফল্যের স্বাক্ষর।

২৮ মে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মেরুদণ্ডের যন্ত্রণার শিকল ভেঙে রোগীরা নতুন জীবন ও হাসি পেয়েছেন। চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান এস বিদ্যাধারা বলেন, “রোবোটিক স্পাইন অপারেশন সাধারণ চিকিৎসার তুলনায় অনেক বেশি সফল এবং রোগীদের দ্রুত সুস্থ হতে সহায়ক। এতে রক্তপাত প্রায় শূন্য, যন্ত্রণা কম এবং দ্রুত শয্যাচ্যুত হওয়ার ঝুঁকি থাকে না।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি ২০২৩ সালের অক্টোবর থেকে এক হাজারেরও বেশি অস্ত্রোপচার করেছি, যার সাফল্য হার প্রায় ৯৯ শতাংশ। তবে ধূমপান এই রোগের জন্য অত্যন্ত ক্ষতিকর, সুস্থ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।”

মনিপাল হাসপাতালের এই চিকিৎসা ভারতে রোবোটিক স্পাইন সার্জারির নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা রোগীদের জন্য সুখকর স্বপ্ন বাস্তবায়নের এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।