বিজনেসটুডে২৪ প্রতিনিধি, টেকনাফ ( কক্সবাজার ): টেকনাফে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে দুই শত ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ক্যাম্পের এফ-ব্লকের ‘ছনকলা’ এলাকায় আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে অন্তত ১০০ থেকে ২০০টি ঘর ও বেশ কিছু দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত পৌনে ১০টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের ঘিঞ্জি বসতিগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত রোহিঙ্গারা জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন। হাড়কাঁপানো শীতের রাতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে কয়েকশ পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সাথে যোগ দেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য ও স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা। তবে বাতাসের তীব্রতা এবং সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ দুই শতাধিক ঘর ছাড়িয়ে যেতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান দেওয়া হয়নি। স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, গত ২৫ ও ২৬ ডিসেম্বর উখিয়ার দুটি পৃথক ক্যাম্পে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রবিবার টেকনাফে এই দুর্ঘটনা ঘটলো। ক্যাম্পগুলোতে অতিরিক্ত জনঘনত্ব এবং প্লাস্টিক ও বাঁশের তৈরি দাহ্য পদার্থের ঘর হওয়ার কারণে সামান্য আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান: “বাতাসের গতি বেশি হওয়ায় আগুন দ্রুত ছড়াচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।”










