বিনোদন ডেস্ক: প্রায় ২৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন হলিউড অভিনেত্রী লরি লাফলিন এবং তার স্বামী, ফ্যাশন ডিজাইনার মসিমো জিয়ানুলি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছে মার্কিন বিনোদনভিত্তিক ম্যাগাজিন Us Weekly।
লাফলিনের মুখপাত্র এলিজাবেথ মাচ এক বিবৃতিতে জানান, “তারা বর্তমানে আলাদা থাকছেন এবং বিবাহিত জীবনে বিরতি নিয়েছেন। তবে এখনো কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি।”
দুজনের সংসারে রয়েছে দুই কন্যা— ইসাবেলা রোজ (২৭) এবং অলিভিয়া জেড (২৬)। ২০১৯ সালে বহুল আলোচিত কলেজ ভর্তি কেলেঙ্কারি ও কারাদণ্ডের মতো ঝড় সামলে উঠলেও এ বছর এসে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা।
লরি লাফলিন এবং মসিমো জিয়ানুলি ১৯৯৭ সালের নভেম্বরে পালিয়ে বিয়ে করেন। এরপর একে একে জন্ম নেয় তাদের দুই কন্যা। লরির এটি ছিল দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী ছিলেন চলচ্চিত্র প্রযোজক মাইকেল বার্নস (বিবাহকাল ১৯৮৯-১৯৯৬)।
২০১৮ সালে এক সাক্ষাৎকারে লাফলিন স্বামীর সঙ্গে সম্পর্কের রহস্য জানাতে গিয়ে বলেছিলেন— “যোগাযোগ, মনোযোগ দিয়ে শোনা, নমনীয় থাকা এবং প্রয়োজন মতো সমঝোতা করাই দীর্ঘস্থায়ী সম্পর্কের চাবিকাঠি।”
কিন্তু এর এক বছরের মধ্যেই শুরু হয় কলেজ ভর্তি কেলেঙ্কারি। লাফলিন ও জিয়ানুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা দুই কন্যাকে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (USC)-তে ভর্তি করাতে ভুয়া ক্রীড়া কার্যক্রমের নথি দেখিয়েছিলেন এবং ৫ লাখ মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন।
২০২০ সালে তারা দোষ স্বীকার করেন। আদালত লাফলিনকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ ঘণ্টা সমাজসেবা, আর জিয়ানুলিকে পাঁচ মাসের কারাদণ্ড ও ২৫০ ঘণ্টা সমাজসেবার সাজা দেন। পাশাপাশি ৪ লাখ ডলার জরিমানাও গুনতে হয়।
সাজা শেষে মুক্তি পেলেও তাদের সম্পর্ক আর আগের অবস্থায় ফেরেনি। চলতি বছরের শুরুতে দম্পতি তাদের ক্যালিফোর্নিয়ার হিডেন হিলস ম্যানশন বিক্রির জন্য ১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারে তালিকাভুক্ত করেছিলেন।