Home অন্যান্য লাল সবুজের পতাকা যতদিন থাকবে, বঙ্গবন্ধুর নামও ততদিন মানুষের হৃদয়ে থাকবে: হাসান...

লাল সবুজের পতাকা যতদিন থাকবে, বঙ্গবন্ধুর নামও ততদিন মানুষের হৃদয়ে থাকবে: হাসান মাহমুদ চৌধুরী

শোকদিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন হাসান মাহমুদ চৌধুরী

বিশিষ্ট শিপিং ব্যবসায়ী ও সমাজসেবক, হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, যতদিন লাল সবুজের পতাকা থাকবে, বঙ্গবন্ধুর নামও ততদিন এদেশের মানুষের হৃদয়ে থাকবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি (বি-ব্লক) ‘র সভাপতি, কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান না হলে বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা পেতাম না। পেতাম না লাল সবুজের জাতীয় পতাকা। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ নামক ভূখণ্ড যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন উঠবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের হৃদয়ে থাকবে। বঙ্গবন্ধুর অবদান জাতি কখনও ভুলবে না।

শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ইউসুফ সিকদার।

আলোচনা সভা, দোআ ও মিলাদ মাহফিল শেষে মোনাজাত করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মওলানা অলী উল্লাহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সেক্রেটারি ওসমান গনি, সমিতির অর্থ সম্পাদক নুরুল আফসার, প্রচার সম্পাদক তৌফিক হোসেন, ক্রীড়া সম্পাদক লুৎফুল করিম সোহেল, ডা. আবু নাছের প্রমুখ।

কাশেম-নুর ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সংগঠনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল: সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আবাসিক এলাকা ক্রীড়া কমপ্লেক্সে। আবাসিক এলাকা এ ও বি ব্লক সন্নিহিত পাড়া-মহল্লায় দুস্থদের মাঝে খাবার বিতরণ।

-সংবাদ বিজ্ঞপ্তি