রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী থেকে: জেলায় ৪র্থ পর্যায়ে নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন আজ রবিবার।
শপথ অনুষ্ঠান বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক পটুয়াখালী।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙ্গাবালী সদর ইউপির চেয়ারম্যান মু.সাইমুজ্জামান মামুন ও টিয়াখালী ইউপির চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা।
আরও উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃদেলোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহিদুল হক ও কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন ( সীমা),চেয়ারম্যান ছোট বাইশদিয়া ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম আবদুল মান্নান, চালিতা বুনিয়া ইউপির চেয়ারম্যান মু:জাহিদুর রহমান, চরমোন্তাজ ইউপির চেয়ারম্যান এ কে এম সামসুদ্দিন, চাকামাইয়া ইউপির চেয়ারম্যান মো: মজিবুর রহমান ফকির ও নীলগঞ্জ ইউপির চেয়ারম্যান মোঃবাবুল মিয়া।










