‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সুনামগঞ্জ: ‘জুলাই ২৪’-এর অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুর পয়েন্টে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি মেডিকেল কলেজ এলাকা থেকে শুরু হয়ে দিরাই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা “মুগ্ধ থেকে আবরার, হাদি আসবে বারবার”, “এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে”—এসব স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ছিল প্রিয় সহযোদ্ধাকে হারানোর বেদনা এবং ঘাতকদের বিরুদ্ধে তীব্র ঘৃণা।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রধান ডা. প্রাণ কৃষ্ণ বসাক এবং ডা. মোজাহারুল ইসলাম। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থী হারুনুর রশীদ, পঞ্চম বর্ষের তোফায়েল আহমেদসহ বিভিন্ন বর্ষের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, “আপনারা ফেলানীকে হত্যা করেছেন, তারপর কি আবরার আসেনি? এরপর কি হাদি আসেনি? শান্তির পাখিদের ডানা কেটে আপনারা তাদের থামাতে পারবেন না। আমরা নিজেদের প্রতিই আজ লজ্জিত। অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার আগেই আমাদের শুনতে হচ্ছে হাদি নেই, আরও একটি মায়ের বুক খালি হয়েছে।”
সমাবেশ থেকে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার শপথ নেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির রক্তের ঋণ শোধ করতে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সমাবেশকে কেন্দ্র করে ওই এলাকায় কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সুশৃঙ্খল অবস্থানে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com









