Home Second Lead আপত্তিকর ভিডিও ভাইরালের পর ওএসডি শরীয়তপুরের ডিসি

আপত্তিকর ভিডিও ভাইরালের পর ওএসডি শরীয়তপুরের ডিসি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, শরীয়তপুর: সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সন্ধ্যায় তা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।

জেলার একজন অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সারা দিন অফিস করার পর ডিসি সাহেব রাতে একটি ভাড়াকৃত গাড়িতে শরীয়তপুর ত্যাগ করেন। এর আগে, রাতেই ফেসবুকে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে জেলাজুড়ে শুরু হয় আলোচনার ঝড়।

ছবির বিষয়ে পরদিন শুক্রবার রাতে মুখ খোলেন ডিসি আশরাফ উদ্দিন। তার দাবি, ভিডিওতে থাকা নারী তার আত্মীয় এবং পরিবারিক যোগাযোগ থেকেই তাদের সম্পর্কের শুরু। তিনি জানান, কিছু ছবি-ভিডিও সত্য, কিছু মিথ্যা। ডিসির ভাষায়, সেই নারী তার দুর্বলতার সুযোগ নিয়ে ঘনিষ্ঠ হন, পরে ঘুমের ওষুধ ও নেশাদ্রব্য প্রয়োগ করে ভিডিও ধারণ করেন।

ডিসির দাবি, এভাবে তাকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করা হতো, যা ব্যাংক লেনদেনের মাধ্যমে প্রমাণযোগ্য। সর্বশেষ ওই নারী বিয়ের জন্য চাপ দেন, না হলে বড় অঙ্কের অর্থ দাবি করেন। ডিসি তা প্রত্যাখ্যান করায় তিনি ছবিগুলো কয়েকজন সাংবাদিক ও আইনজীবীর কাছে সরবরাহ করেন বলেও অভিযোগ করেন।

ভিডিওতে থাকা নারীর বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি আগে স্বামীর সঙ্গে ঢাকার মিরপুরে বসবাস করতেন। বর্তমানে তিনি টাঙ্গাইলে আছেন। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

তবে স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, সেই নারী তাদের কাছে দাবি করেছেন—আশরাফ উদ্দিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন এবং এখন প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তার ভাষায়, ঘুমের ওষুধ খাইয়ে, মানসিক চাপে ফেলে, ভিডিও তৈরি করে তাকে দুর্বল করে তোলা হয়েছে।

জানা গেছে, তাদের সম্পর্ক এক বছর ধরে চলছিল। বিষয়টির মীমাংসায় গত দুই মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন শরীয়তপুর জজ আদালতের একজন আইনজীবী। তিনি জানান, বিষয়টি সমাধানে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও নারীপক্ষ তা প্রত্যাখ্যান করে অর্থ চেয়েছিল। আলোচনার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৩০ জুন পর্যন্ত, কিন্তু তার আগেই ভিডিওটি ফাঁস হয়।

প্রশাসনিক সূত্রে জানা যায়, আশরাফ উদ্দিন ২৭তম বিসিএসের কর্মকর্তা। গত বছরের নভেম্বরে তিনি শরীয়তপুরের ডিসি হিসেবে দায়িত্ব নেন। কিন্তু এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের ঘূর্ণাবর্তে পড়ে তাকে এবার দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হলো।