Home Second Lead সুদানে ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মহলের শোক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং বিভিন্ন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সুদানের ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ চলমান। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

প্রধান উপদেষ্টার শোক ও নিন্দা
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সন্ত্রাসীরা ড্রোন হামলা চালিয়েছিল। তিনি বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও ৮ জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। এই আত্মত্যাগ জাতির জন্য যেমন গৌরবের, তেমনি গভীর বেদনার।’

প্রধান উপদেষ্টা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তারেক রহমানের শোক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘জাতিসংঘের পতাকাতলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনাসদস্যরা জাতির গর্ব।’ তিনি উল্লেখ করেন, আহত ৮ জনের মধ্যে ৩ জন নারী সেনাসদস্য রয়েছেন। একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও আত্মত্যাগ তাকে অনুপ্রাণিত করে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

জামায়াত আমিরের শোক
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাহসী সেনাসদস্যরা যে আত্মত্যাগ করেছেন, জাতি তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।’ তিনি এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।