Home সারাদেশ বস্তায় ভরে শিশু নির্যাতন: মামলা করায় হুমকি ও অপপ্রচারের মুখে পরিবার

বস্তায় ভরে শিশু নির্যাতন: মামলা করায় হুমকি ও অপপ্রচারের মুখে পরিবার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদরাসায় ৮ বছর বয়সী এক ছাত্রকে বস্তায় ভরে রেখে নির্যাতনের ঘটনায় মামলা করার পর চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন শিশুটির বাবা মো. মোশারফ শেখ। তিনি জানিয়েছেন, মামলা প্রত্যাহারের জন্য তাকে লাগাতার হুমকি ও চাপের মুখে পড়তে হচ্ছে।

মোশারফ শেখ অভিযোগ করেন, “আমার ছেলে আবু বক্কর সিদ্দিককে মাদরাসার হুজুর ও দুই ছাত্র মিলে বেধড়ক মারধর করে বস্তায় ভরে দ্বিতীয় তলার একটি কক্ষে ফেলে রাখে। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি চোখে দেখি। স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, মামলা করার পর থেকেই তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। “বলছে, যদি হুজুরকে ছাড়িয়ে না আনি, তাহলে আমার বিরুদ্ধেই মামলা দেওয়া হবে। এমনকি ৩৬ জনের একটি তালিকা তৈরি করে আমাকে ফাঁসানোর হুমকিও দিয়েছে।”

মোশারফ শেখ আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার স্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। “তারা বলছে, আমি আর আমার স্ত্রী ছেলেকে মারধর করে মাদরাসায় পাঠিয়েছি—এমন মিথ্যা ভিডিও প্রচার করে আমাদের মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে।”

পুলিশের অবস্থান
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলউদ্দিন জানান, এখন পর্যন্ত হুমকি বা মামলার চাপ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মাদরাসা কর্তৃপক্ষের পাল্টা দাবি
বুধবার বিকেলে মাদরাসা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে শিক্ষক হাফেজ মো. জাকারিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ এবং ‘মিথ্যা’ বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে কালীগঞ্জ ইমাম পরিষদ, কওমি ওলামা পরিষদ ও তানযীমুল মাদারিসিল কওমিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্বাপর ঘটনা
গত ২৯ জুন সকালে মাদরাসায় আবু বক্কর সিদ্দিককে মারধরের পর বস্তায় পুরে রেখে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক হাফেজ মো. জাকারিয়া শেখের (২৯) বিরুদ্ধে। ঘটনার রাতে মোশারফ শেখ বাদী হয়ে শিশু আইন ২০১৩-এর ৭০ ধারায় মামলা করেন। পরদিন রোববার শিক্ষক জাকারিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বর্তমানে মোশারফ শেখ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার চারপাশে এমন অন্যায় ঘটলে চুপ থাকবেন না। প্রতিবাদ করুন। প্রতিবেদনটি শেয়ার করুন, যাতে সবের আগে সবার জানা হয়। আপনার মতামত জানান কমেন্টে।