বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনার সিদ্ধান্তকে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি সন্তোষজনক অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি এই মন্তব্যটি শুক্রবার গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেন।
আমীর খসরু বলেন, “এটা জয়-পরাজয়ের কোনো বিষয় নয়। বর্তমান শুল্ক হার অনুযায়ী আমরা প্রতিযোগিতায় তুলনামূলকভাবে সন্তোষজনক অবস্থানে আছি। পাকিস্তানের শুল্ক হার ১৯ শতাংশ, ভিয়েতনামের ২০ শতাংশ, এবং ভারতের ২৫ শতাংশ। তাই আমরা মনে করি, এই সিদ্ধান্ত আমাদের জন্য সন্তোষজনক।”
তিনি আরও বলেন, শুল্কের নতুন হার কিভাবে নির্ধারণ হয়েছে, সেটি পরিষ্কার নয়। “আমরা জানি শুধু ট্যারিফের বিষয়ে, তবে পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয় আমাদের কাছে স্পষ্ট নয়।” তার মতে, ট্যারিফ কমানোর সিদ্ধান্তের পেছনে বিভিন্ন আলাপ-আলোচনা এবং আমেরিকার বিভিন্ন দাবি-দাওয়া থাকতে পারে, যা প্রকাশ না হওয়া পর্যন্ত প্রভাব সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
এছাড়া, বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার পরিকল্পনা করেছেন, কিন্তু শুল্ক কমানোর সিদ্ধান্তের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, সে সম্পর্কে খসরু বলেন, “আমেরিকানদের পণ্য রপ্তানির স্বার্থে এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।”
অতীতে রপ্তানি খাতে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও, খসরু মনে করেন, বর্তমানে শুল্ক কমানোর এই সিদ্ধান্ত রপ্তানিকারকদের জন্য কোনো বাধা সৃষ্টি করবে না। তিনি বলেন, “এ মুহূর্তে এটি সন্তোষজনক সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত তথ্য জানা প্রয়োজন, তবে আপাতত রপ্তানিকারকরা স্বস্তি পেয়েছেন বলে আমি মনে করি।”