Home আইন-আদালত আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

শেখ হাসিনা।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে দণ্ড কার্যকর হবে।

বিতর্কিত অডিও এবং ফরেনসিক প্রমাণ

আদালত সূত্রে জানা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন বক্তব্য সম্বলিত একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা শেখ হাসিনার কণ্ঠ বলে দাবি করা হয়। এই অডিও ফরেনসিক পরীক্ষায় যাচাই করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিশ্চিত করে যে, এটি শেখ হাসিনার কণ্ঠই।

এই বক্তব্যকে আদালত অবমাননাকর বিবেচনা করে ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। অন্যদিকে, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন অভিযুক্তদের পক্ষে সাফাই দেন।

ট্রাইব্যুনালের নির্দেশনা ও অভিযুক্তদের অনুপস্থিতি

১৫ মে’র মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হলেও অভিযুক্তরা তা মানেননি। এরপর ২৫ মে তাদের আদালতে হাজির হতে বলা হয়, তাও তারা অমান্য করেন। এর পর ২৬ মে যুগান্তর ও নিউএজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, ৩ জুন সকাল ১০টায় সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বক্তব্য দিতে হবে।

তবে বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুল ট্রাইব্যুনালে হাজির হননি, এমনকি কোনো লিখিত জবাবও দাখিল করেননি। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনাল বুধবার রায় ঘোষণা করে তাদের কারাদণ্ড দেন।

এই রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগ কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।