ভারত যুদ্ধ চায় না শান্তি, সিদ্ধান্ত তাদের: শেহবাজ
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, “আমরা যুদ্ধ ও শান্তি দুইয়ের জন্যই প্রস্তুত। সিদ্ধান্ত ভারতের।”
বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “যদি ভারত আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, তবে সেটি হবে একটি ‘লাল সীমারেখা’। পানি আমাদের অধিকার। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী এই অধিকার রক্ষায় প্রস্তুত রয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর ইস্যু আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, “বাণিজ্য নিয়ে আলাদা করে কোনো আলোচনা নয়, এটি হতে হবে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে।”
পাহালগাম হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমরা পূর্ণ ও নিরপেক্ষ তদন্তে সম্মতি দিয়েছি, সহযোগিতাও করেছি। কিন্তু ভারত রাতের অন্ধকারে হামলা চালিয়েছে এবং পাকিস্তান উপযুক্ত জবাব দিয়েছে।”
তিনি অভিযোগ করেন, ভারত নিয়লম-ঝেলম প্রকল্পের ওপর হামলা করেছে এবং পাকিস্তান সরকার তখনও সংযম দেখিয়েছে। তবে সতর্ক করে দিয়ে বলেন, “আমাদের বাহিনীর ক্ষমতা রয়েছে ভারতের বাগলিহারসহ অন্যান্য জল প্রকল্প ধ্বংস করে দেওয়ার।”
পাকিস্তানের এই বক্তব্য ভারতীয় নীতিনির্ধারকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।










