Home চেম্বার শেয়ারবাজার উন্নয়নে ভূমিকা রাখবে এফবিসিসিআই

শেয়ারবাজার উন্নয়নে ভূমিকা রাখবে এফবিসিসিআই

শেয়ারবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত সভাপতি ছায়েদুর রহমানএর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এই কথা জানায় তারা।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, সহসভাপতিবৃন্দ হাসিনা নেওয়াজ, সিদ্দিকুর রহমান, রেজাউল করিম রেজনু, মীর নিজামুদ্দিন নিজামুদ্দিন রাজেশ। আর বিএমবিএ প্রথম সহসভাপতি সোহেল রহমান, মহাসচিব রিয়াদ মতিন এবং ইসি কমিটির সদস্য মাহবুব এইচ. মজুমদার, ওবায়দুর রহমান মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।