Home বিনোদন শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদি: বলিউডের নতুন প্রেমকাহিনি নাকি শুধুই গুঞ্জন?

শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদি: বলিউডের নতুন প্রেমকাহিনি নাকি শুধুই গুঞ্জন?

বিনোদন ডেস্ক: বলিউডের রূপালি দুনিয়া যেমন আলো ঝলমলে, তেমনি জল্পনা-কল্পনারও কোনো শেষ নেই। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত ও মিডিয়ার কৌতূহল সর্বদাই তুঙ্গে। সাম্প্রতিক সময়ে সেই কৌতূহলের কেন্দ্রে আছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও চিত্রনাট্যকার রাহুল মোদি। তাদের সম্পর্ককে ঘিরে যে পরিমাণ গুঞ্জন তৈরি হয়েছে, তা এখন বলিউডের আলোচনার অন্যতম বিষয়।

কোথা থেকে শুরু

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত লভ রঞ্জনের ছবি “তু ঝূঠি মেঁ মক্কার”–এর সেটেই প্রথম পরিচয় শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির। ছবিটির সহ-লেখক হিসেবে কাজ করেছিলেন রাহুল। শুটিংয়ের সময় থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে আরও ঘনিষ্ঠতায় রূপ নেয়—এমনটাই বলছে বলিউড মহল।

জনসমক্ষে একসঙ্গে উপস্থিতি

শুরুতে তারা সম্পর্ক আড়াল করলেও ২০২৪ সালে পরিস্থিতি বদলাতে থাকে। মুম্বাইয়ের একাধিক রেস্টুরেন্ট থেকে একসঙ্গে বের হতে দেখা যায় তাদের। চলচ্চিত্র প্রদর্শনী, পার্টি ও ঘরোয়া অনুষ্ঠানে যুগলভাবে উপস্থিত থেকেও খবরের শিরোনামে আসেন তারা। প্রতিবারই ক্যামেরা ধরেছে তাদের নির্লিপ্ত অথচ ঘনিষ্ঠ উপস্থিতি।

সামাজিক মাধ্যমে ইঙ্গিত

সম্প্রতি শ্রদ্ধা কাপুর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, রাহুল মোদি ক্যামেরা হাতে মজার ছলে অভিনেত্রীর দিকে জুম ইন-আউট করছেন। ভিডিওটির ক্যাপশনে যদিও সম্পর্কের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য ছিল না, তবু ভক্ত ও গণমাধ্যম সেটিকে তাদের সম্পর্কের একধরনের “ঘোষণা” বলেই ব্যাখ্যা করেছে। এর আগে শ্রদ্ধার ফোন ওয়ালপেপারে রাহুলকে দেখা যাওয়ার ঘটনাও আলোচনায় আসে।

ভাঙনের গুঞ্জন

তবে সবকিছু এত সরল ছিল না। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে শ্রদ্ধা ইনস্টাগ্রামে রাহুলকে আনফলো করায় শুরুর প্রেম ভেঙে গেছে—এমন খবর ছড়িয়ে পড়ে। একাধিক সংবাদমাধ্যম সে সময় শিরোনাম করে বসে, “সম্পর্কের ইতি টানলেন শ্রদ্ধা কাপুর?”। যদিও কিছুদিন পরেই আবার তারা একসঙ্গে জনসমক্ষে ধরা পড়েন, যা ভাঙনের সব জল্পনাকে স্তব্ধ করে দেয়।

বিয়ের আলোচনাও শুরু

সম্প্রতি বলিউড অঙ্গনে নতুন গুঞ্জন ছড়িয়েছে—এই বছরের শেষ নাগাদ নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন শ্রদ্ধা ও রাহুল। এমনকি ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা চলছে। যদিও এই বিষয়ে শ্রদ্ধা কিংবা রাহুল—দু’জনের কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনো অনুমান ও গুজবের পর্যায়েই সীমাবদ্ধ।

শ্রদ্ধার ব্যক্তিত্ব ও গোপনীয়তা

শ্রদ্ধা কাপুর বরাবরই নিজের ব্যক্তিজীবন গোপন রাখতে পছন্দ করেন। বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মেয়ে হলেও বলিউডে তিনি নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন কঠোর পরিশ্রম ও ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে। ব্যক্তিগত জীবনে তিনি খুব কমই মন্তব্য করেন। তাই রাহুল মোদির সঙ্গে সম্পর্কের বিষয়ে তার নীরবতা একদিকে যেমন ভক্তদের কৌতূহল বাড়াচ্ছে, অন্যদিকে মিডিয়াকেও আরও গল্প খুঁজতে উসকে দিচ্ছে।

বিশ্লেষণ: গুঞ্জন থেকে বাস্তব

বলিউডে গুঞ্জনের ইতিহাস দীর্ঘ। সম্পর্ক, বিচ্ছেদ, বিয়ে—সবকিছু নিয়েই প্রায়শই ভেসে আসে নানা খবর। অনেক গুঞ্জন সময়ের সঙ্গে হারিয়ে যায়, আবার অনেক সময় সেই গুঞ্জনই সত্যি হয়ে ওঠে। শ্রদ্ধা ও রাহুলের ক্ষেত্রেও পরিস্থিতি একই রকম। তাদের উপস্থিতি, সামাজিক মাধ্যমের ইঙ্গিত, পারিবারিক নীরবতা—সবকিছু মিলিয়ে বোঝা যায় যে, সম্পর্কের ভিত্তি আছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।

ভক্তদের প্রত্যাশা

শ্রদ্ধা কাপুরের অনুরাগীরা তার অভিনয় জীবনের মতোই ব্যক্তিজীবন নিয়েও আগ্রহী। ভক্তদের অনেকে সামাজিক মাধ্যমে খোলাখুলি শুভেচ্ছা জানাতে শুরু করেছেন, যেন সম্পর্কের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দ্রুত আসে। অন্যদিকে অনেকে মনে করছেন, ব্যক্তিগত বিষয়কে শ্রদ্ধার নিজের মতো করে গোপন রাখার অধিকার আছে।

শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন হোক, এখনো কিছুই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বলিউডের অভ্যন্তরীণ আলোচনায় একথা স্পষ্ট যে, তারা একে অপরের প্রতি গভীরভাবে অনুরক্ত। প্রেম থেকে বিয়ের পথে পা বাড়াবেন কি না, সেটাই এখন সময়ের অপেক্ষা। আপাতত বলিউডের আলোচ্য সূচিতে সবচেয়ে উজ্জ্বল নাম এই জুটি—যাদের প্রতিটি পদক্ষেপ নজর কাড়ছে ভক্ত থেকে শুরু করে সংবাদমাধ্যম পর্যন্ত।